ঢাকা: দেশে কার্যরত ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দলিত সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে তফসিলি ব্যাংকগুলোকে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণেরও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (০৩ মার্চ) ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বরাবরে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজগামী নারী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে সিএসআর কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে কমপক্ষে ১০টি সাইকেল প্রদানের জন্য আপনাদের পরামর্শ দেওয়া যাচ্ছে’।
এর আগে জানুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় জামানতবিহীন স্বল্পসুদে স্কুল-কলেজের ছাত্রীদের সাইকেল কিনতে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসই/এএসআর