ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বিসিবি’কে বিশেষ করছাড় দিচ্ছে এনবিআর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
‘বিসিবি’কে বিশেষ করছাড় দিচ্ছে এনবিআর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ করছাড় সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
একই সঙ্গে দেশের সংস্কৃতি ও পর্যটনের বিকাশেও একইভাবে বিশেষ করছাড় সুবিধা দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।


 
শুক্রবার (৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্রীলংকা-পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালে নিজ ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নীতি ও নির্দেশনা অনুযায়ী, দেশের খেলাধুলা, সংস্কৃতি ও পর্যটনের বিকাশে সহযোগিতা করছে এনবিআর। বিসিবি’কে দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে বিশেষ করে এশিয়া কাপ টি-২০, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিশেষ করছাড় সুবিধা দেওয়া হচ্ছে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, দেশের প্রত্যেকে খেলাধুলা, সংস্কৃতি ও পর্যটনের উন্নয়নে কাজ করছে, আর এনবিআর দেশে রাজস্বের উন্নয়ন ও সংস্কৃতি চালু করতে কাজ করে যাচ্ছে।
 
এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপে করছাড় দিয়েছে এনবিআর।
 
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।