ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর’র পার্টনারশিপ মধুর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
‘ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর’র পার্টনারশিপ মধুর’ ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পার্টনারশিপ (অংশীদারিত্ব) মধুর চেয়ে মিষ্টি আর সাগরের চেয়েও গভীর বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
শনিবার (৫ মার্চ) বিদ্যুৎ ভবনে এনবিআর ও জাইকা আয়োজিত ‘দি রোল অব প্রাইভেট অরগানাইজেশনস ইন প্রোমোটিং ইন্টেগ্রিটি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


 
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা ও ব্যবসায়ীদের উন্নয়নে আমরা পার্টনারশিপের ভিত্তিতে কাজ করছি। ভালো ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
 
নজিবুর রহমান বলেন, এফবিসিসিআই-এনবিআর হাত ও হাতার মতো। একটি ছাড়া অন্যটি চলতে পারে না। হাত ও হাতার সম্পর্কের কারণে সুসম্পর্ক তৈরি হয়েছে।
 
তিনি বলেন, এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা সৎ ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছি, আর অসৎ ব্যবসায়ীদের অশনি সংকেত দিচ্ছি। এর মাধ্যমে দু’দিকে বড় পরিবর্তন আসছে।
 
জাতীয় রাজস্ব বোর্ডে আগের চেয়ে বেশি সুশাসন বিরাজ করছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, আরও বেশি সুশাসন নিশ্চিতে এবং আধুনিক ব্যবস্থাপনা আনয়নে কাজ করে যাচ্ছি।
 
তিনি বলেন, আমাদের বহুদূর যেতে হবে। সবাই মিলে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত দেশগড়ায় কাজ করবো।
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, জাইকা’র চিফ রিপ্রেজেন্টেটিভ মিকিও হাতওদা।
 
সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ও জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন শুদ্ধাচার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।