ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় গ্রিন ইনভেস্টমেন্ট সামিট ১১ মার্চ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ঢাকায় গ্রিন ইনভেস্টমেন্ট সামিট ১১ মার্চ শুরু

ঢাকা: ১১ মার্চ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন
ইনভেস্টমেন্ট সামিট ২০১৬।

রোববার (০৬ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিতেএক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন এক্সপোনেট এক্সিবিশন-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক।

তিনি জানান, এবারের প্রদর্শনীতে কোরিয়া, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে। স্টল থাকবে ২২০টি। এসব স্টলে  কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রাংশসহ বিল্ডিং অটোমেশন সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পে উদ্ভাবিত আধুনিক মেশিনারীজ ও সেবা প্রদর্শন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার ও উদ্যোক্তাদের মধ্যে দূরত্ব কমানো, সবুজায়ন খাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণ এবং সংশ্লিষ্টদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় বিষয়ে সামিটে আলোচনা হবে।

১১ মার্চ শুরু হওয়া সামিট চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী ও সামিট সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
ইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।