ঢাকা: বর্তমান সরকারের অধীন চলমান উন্নয়ন কার্যক্রমকে ‘স্কাইলার্ক ডেভেলেপমেন্ট প্রোগ্রেস’ বলে আখ্যায়িত করেছে বিশ্বব্যাংক।
সোমবার (মার্চ ৭) বিকেলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আন্নেট্টি ডিক্সন এর নেতৃত্বে এক প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
হেয়ার রোডে অর্থমন্ত্রীর সরকারি বাসভবন ‘তন্ময়’এ বেলা সাড়ে তিনটায় এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাকাল ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠক সম্পর্কে তারা যৌথ ব্রিফিং করেন।
বিশ্বব্যাংকে ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমি গতকাল বিশ্বব্যাংক এর অর্থায়নে কয়েকটি প্রকল্প ঘুরে দেখেছি। জেনেছি অন্য উন্নয়ন সহযোগীদের চলমান প্রকল্প সম্পর্কেও।
আন্নেট্টি ডিক্সন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের উপস্থিতি (অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, চলমান অর্থনৈতিক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি দেখে আমার মনে হয়েছে এসব ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি (স্কাইলার্ক ডেভেলপমেন্ট) করেছে।
এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত ব্যাংকটির নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান‘কে সবার সাথে পরিচিত করে দেন।
চিমিয়াও ফ্যান আজই (সোমবার) বাংলাদেশে তার নতুন কর্মস্থলে যোগ দেন। বাংলাদেশের পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন।
চিমিয়াও ফ্যান এর আগে ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯১ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। এ ছাড়া তিনি চীনসহ বিভিন্ন দেশের বেসরকারি খাতে উচ্চপদে কাজ করেন।
চীনের নাগরিক চিমিয়াও ফ্যান যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে গবেষক হিসেবে কাজ করেন। তিনি মূলত উন্নয়ন অর্থনীতি নিয়েই বেশি কাজ করেছেন।
ব্রিফিংকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অবশ্য বৈঠকটিকে একটি সৌজন্য সাক্ষাত হিসেবেই অবিহিত করেন।
তিনি বলেন, নতুন কান্ট্রি ডিরেক্টরকে পরিচিত করানো এবং চলমান কয়েকটি প্রকল্প দেখতেই দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএম/আরআই