ঢাকা: দেশব্যাপী ২০টির বেশি শহরে বাড়িতে ব্যবহার উপযোগী বৈদ্যুতিক স্বাস্থ্যপণ্য পৌঁছে দিতে আরও চারটি নতুন পরিবেশক নিয়োগ করেছে ফিলিপস ইলেকট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (পিইবিপিএল)।
সোমবার (০৭ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিইবিপিএল নেদারল্যান্ডসভিত্তিক রয়্যাল ফিলিপসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৫ সালে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশে পরিবেশক নিয়োগের পদক্ষেপ শুরু করে পিইবিপিএল। নতুন পরিবেশক নিয়োগের ফলে গ্রাহকরা এখন সহজেই ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবাসহ ফিলিপসের আসল পণ্য কেনার সুযোগ পাবেন।
এ বিষয়ে ফিলিপস ইলেকট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সিইও সঞ্জয় বাপনা বলেন, গতবছর বাজারে বাড়িতে ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য ছাড়ার পর থেকে আমরা ক্রেতাদের কাছ থেকে অভাববনীয় সাড়া পেয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে, গ্রাহকের দোরগোড়ায় ফিলিপসের আসল পণ্য পৌঁছে দেওয়া।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসএস