ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আশুলিয়ায় বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধের দাবিতে আশুলিয়ায় দু’টি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (০৮ মার্চ) সকাল থেকে আশুলিয়ার ইউনিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন হ্যানওয়েন বিডি লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।



এদিকে আশুলিয়ার গাজীরচট সড়কে অবস্থিত দারদা নিটওয়্যার লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত উৎপাদন ব্যবস্থাপক আনোয়ার হোসেনকে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

পরে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে দুপুরে কাজে যোগ দেন শ্রমিকরা।

অপরদিকে শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়ার মদিনা ফ্যাশন ক্র্যাফট লিমিটেড নামক সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা,মার্চ ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।