খুলনা: ১৫তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর চারদিন পর টিকিট বিক্রির উদ্বোধন করা হয়েছে। এ চারদিন সর্বসাধারণ মেলায় বিনামূল্যে প্রবেশ করেছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে টিকিট বিক্রির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
এর আগে ০৬ মার্চ (রোববার) খুলনা মহানগরীর সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসার্স এলিন ট্রেডার্স।
টিকিট বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, চেম্বারের সহ সভাপতি ও সদর থানা আ’লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেসার্স এলিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ইমরুল হাসান।
ইমরুল হাসান জানান, এবারের মেলায় ভারত, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের মোট ১৫০টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। এ বছরের মেলা প্রাঙ্গণে প্রথমবারের মতো থাকবে ওয়াইফাই জোন, মিউজিক্যাল ফোয়ারা। এছাড়া শিশুদের জন্য থাকছে আকর্ষণীয় কিডস জোনসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা।
তিনি বলেন, মেলার টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি এ বছর নিজেদের নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকছে। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত মেলার প্রবেশে হ্যান্ডমেটাল ডিটেক্টরসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এমআরএম/জেডএস