ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও কমলো আমানতের সুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আবারও কমলো আমানতের সুদ

ঢাকা: রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো এক মাসের ব্যবধানে আবারও কমিয়েছে মেয়াদি আমানতের সুদের হার।

ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক সুদহার দশমিক ৫০ থেকে ১ শতাংশ পর্যন্ত কমিয়েছে।

গত ০৩ মার্চ থেকে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে  নতুন সুদহার কার্যকর হয়েছে।

এর আগে এ বছরের ৩১ জানুয়ারি একযোগে সব ধরনের আমানতের সুদ হার সর্বোচ্চ ০৮ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ০৭ শতাংশ নির্ধারণ করে ব্যাংকগুলো।

পরের দিন ০১ ফেব্রুয়ারি থেকে মেয়াদি ঋণের সুদ হার নির্ধারণ করে সর্বোচ্চ ১৪ শতাংশ।  

বর্তমানে মেয়াদি আমানতে আমানতকারীরা সর্বোচ্চ ০৬ দশমিক ৫০ শতাংশ সুদ পাবেন। এবার আমানতের সুদহার কমানো হলেও ঋণের সুদহার অপরিবর্তিতই রেখেছে ব্যাংকগুলো।

ছয়মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতের সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে ব্যাংকগুলো। ০৬ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ০৬ শতাংশ থেকে ০৬ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এসব আমানতের সুদ।

আর এক বছর বা তার বেশি কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি আমানতে সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ কমিয়ে ০৬ দশমিক ৫০ শতাংশ থেকে ০৬ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে ব্যাংকগুলো।

এছাড়া কয়েকটি ব্যাংক স্বল্প মেয়াদি বড় আমানতের (২৫ কোটি টাকা থেকে বেশি) সুদহার ০১ শতাংশ কমিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।