ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘অর্থনৈতিক অঞ্চলে কারখানা সরালে ২৪ ঘণ্টায় বিদ্যু‍ৎ সুবিধা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
‘অর্থনৈতিক অঞ্চলে কারখানা সরালে ২৪ ঘণ্টায় বিদ্যু‍ৎ সুবিধা’ ছবি: হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা শিল্প কারখানা সদ্য উদ্বোধন হওয়া অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরিত করলে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যু‍ৎ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট ২০১৬ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



এক্সপোনেট এক্সিবিশন ও ৩৬০ ডিগ্রী টোটাল সল্যুশন লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আগামী ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

নসরুল হামিদ বলেন, গাজীপুরে গেলেই দেখেই যায় এখানে সেখানে অপরিকল্পিতভাবে ফ্যাক্টরি গড়ে উঠেছে। এসব ফ্যাক্টরির অধিকাংশই চলে গ্যাসভিত্তিক বিদ্যুতের মাধ্যমে, ফলে উৎপাদন ব্যাহত হয়।

‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বোধন করা অর্থনৈতিক শিল্পাঞ্চলে এসব ফ্যাক্টরি স্থানান্তর করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টার মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে। ’

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, উন্নয়নের জন্য প্রচুর বিদ্যুৎ প্রয়োজন। আবার বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। এ বিষয়গুলো মাথায় রেখেই আমরা বিদ্যু‍ৎ উৎপাদনে যাচ্ছি। এমন কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে না, যা পরিবেশ ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতিকর।

আয়োজক সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক ও অনন্ত আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সভাপতি মো. কবির আহমেদ ভূঁইয়া, জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের উচ্চমান উপদেষ্টা দিলদার আহমেদ তৌফিক, ইএনথ্রি সাসটেনেবল সল্যুশন লিমিটেডের পরিচালক সিথারাম রাম, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের ব্যবস্থাপক (শিক্ষা) গৌরীশংকর রাজারামায়ন, ইউরো-বাংলা গ্লাস লিমিটেডের এমডি মতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এইচআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।