ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ইসলামী ব্যাংকের সেবাঘরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. ইস্কান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাঘরটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন জসীম, ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি শামসুল আলম ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি রফিজ উদ্দিন ভূঁইয়া, সাবেক সেক্রেটারি কামাল আবদুল হান্নান প্রমুখ।
ইস্কান্দার আলী খান বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। অর্থায়ন সেবার মাধ্যমে কল্যাণমুখী এ ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
এদিকে নতুন এ সেবাঘরের মাধ্যমে ব্যাংকের গ্রাহকেরা এটিএম ও আইডিএমেএ ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন, বিনিয়োগ তথ্য ও এমক্যাশ সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচএস/এটি