ঢাকা: পর পর দুই মাসে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কমেছে। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন শুরুর পর জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মোবাইল গ্রাহক কমেছে ৮ লাখ ৭১ হাজার।
আর ফেব্রুয়ারিতে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ৫০ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যাই বেশি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ও ইন্টারনেট গ্রাহকের সর্বশেষ ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান সোমবার (১৪ মার্চ) প্রকাশ করেছে।
পরিসংখ্যানে দেখা যায়, দেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার। আগের মাসে যা ছিল ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার।
এরমধ্যে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৬১ লাখ ৩২ হাজার, জানুয়ারিতে ছিল ৫ কোটি ৬২ লাখ ৪ হাজার।
দ্বিতীয় শীর্ষ অপারেটর বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার, আগের মাসে ছিল ৩ কোটি ২৩ লাখ ৬৮ হাজার।
রবি’র গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার, জানুয়ারিতে যা ছিল ২ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার।
এয়ারটেলের গ্রাহক সংখ্যা ১ কোটি ৩ লাখ ৫১ হাজার, আগের মাসে ছিল ১ কোটি ৫ লাখ ১০ হাজার।
আগের মাসে সিটিসেলের ৮ লাখ ৬৭ হাজার থেকে কমে গ্রাহক হয়েছে ৮ লাখ ৩৩ হাজার।
বেসরকারি অপারেটরগুলোর গ্রাহক কমলেও গত দুই মাসে বেড়েছে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটগের গ্রাহক সংখ্যা।
রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক বাড়াতে গত ৮ মার্চ রি-ব্র্যান্ডিং করে নতুন লোগো নিয়ে যাত্রা শুরু করে।
টেলিটকের ফেব্রুয়ারি মাসে গ্রাহক সংখ্যা ৪২ লাখ ৫৭ হাজার। আর আগের মাসে তা ছিল ৪২ লাখ ১১ হাজার। ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় এই অপারেটরের গ্রাহক বেড়েছে ৪৬ হাজার।
জানুয়ারি মাসে টেলিটক ছাড়া সকল অপারেটরের গ্রাহক কমেছিল ১৭ লাখ ৬৪ হাজার।
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের পর থেকে মোবাইল গ্রাহক কমতে শুরু করে।
সিমের মালিকানা নিশ্চিত করতে আঙ্গুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন শুরু করে সরকার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, সবগুলো সিমের তথ্য বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন হলে মোবাইলের মাধ্যমে অপরাধ করার প্রবণতা কমে যাবে।
অপারেটরদের দেওয়া বিটিআরসি’র পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট মোবাইল গ্রাহক কমেছে ২৬ লাখ ৩৫ হাজার।
তবে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রতি মাসেই বাড়ছে। ফেব্রুয়ারি মাসে দেশে ২১ লাখ ৫০ হাজার ইন্টারনেট গ্রাহক বেড়েছে।
ফেব্রুয়ারিতে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ১৭ হাজার দাঁড়িয়েছে। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৫ কোটি ৫৫ লাখ ১২ হাজার, ওয়াইম্যাক্সের ১ লাখ ৩৬ হাজার এবং আইএসপি ও পিএসটিএন’র ২৬ লাখ ৬৯ হাজার।
গত জানুয়ারিতে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৬১ লাখ ৬৭ হাজার।
বৃদ্ধি পাওয়া গ্রাহকের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীই ২০ লাখ ৮১ হাজার। জানুয়ারিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৩৪ লাখ ৩১ হাজার থাকলেও ফেব্রুয়ারিতে তা হয়েছে ৫ কোটি ৫৫ লাখ ১২ হাজার।
অন্যান্য ইন্টারনেট গ্রাহক (ওয়াইম্যাক্স, আইএসপি ও পিএসটিএন) ৬৯ হাজার বেড়েছে।
গত মাসে ওয়াইম্যাক্স গ্রাহক ছিল ১ লাখ ৪৩ হাজার এবং আইএসপিএন ও পিএসটিএন গ্রাহক ছিল ২৫ লাখ ৯৪ হাজার।
৯০ দিন সক্রিয় থাকার হিসেবে ইন্টারনেট গ্রাহকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিটিআরসি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এমআইএইচ/এমজেএফ