ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফজলে কবির হচ্ছেন নতুন গভর্নর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ফজলে কবির হচ্ছেন নতুন গভর্নর ফজলে কবির

ঢাকা: সাবেক অর্থসচিব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিযুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।



অর্থমন্ত্রী আরও জানান, ফজলে কবির রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন তিনি ওয়াশিংটন সফরে আছেন। ১৮ মার্চ দেশে ফিরে তিনি গভর্নরের দায়িত্ব নেবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএম/এসই/এএ

** বাংলাদেশ ব্যাংক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চায়নি
** গভর্নরের অন্তর্বর্তীকালীন দায়িত্বে মো. আবুল কাশেম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।