ঢাকা: রিজার্ভ চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। আর এ মামলাটি তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৫ মার্চ) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানি লন্ডারিং আইনে করা এ মামলাটি আগ থেকেই সিআইডির নথিভুক্ত ছিলো। আনুষ্ঠানিকতা শেষে মামলার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
‘তবে এখনও তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করা হয়নি। আলোচনা করে এই গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ’
এর আগে মঙ্গলবার দুপুরে মামলাটি রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে এ মামলা (মামলা নম্বর-১৩) করেন।
এদিকে রিজার্ভ চুরির ঘটনায় সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
আর রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৫,২০১৬
এনএ/ এসজেএ/এমএ