ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ডাল আমদানিতে সমস্যার কিছু দেখিনা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
‘ডাল আমদানিতে সমস্যার কিছু দেখিনা’ ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশ থেকে ডাল আমদানিতে কোনো সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।



এনজিও কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট নিয়ে এ আলোচনা সভারি আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই। সব ধরনের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে। কিন্তু ডাল উৎপাদনের জন্য যে পরিমাণে জমি দরকার তা আমাদের নেই। এজন্য আমদানি তো করতেই হবে। আমি ডাল আমদানিতে সমস্যার কিছু দেখি না। ’

ডা. জাফরুল্লাহ  চৌধুরী বলেন, ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ওষুধের দাম কমানোর একটাই উপায় সরকারকে মূল্য নির্ধারণ করে দিতে হবে। অনেক ডাক্তার একটি খাতা ও কলমের আশায় অপ্রয়োজনীয় ওষুধ লিখে দেন।

‘অনেক সময় ডাক্তাররা ১২টা ওষুধের নাম রোগীদের লিখে দেন, যেখানে ৮টি-ই অপ্রয়োজনীয়। ডাক্তারদের এসব বিষয়ে নজরদারি করতে হবে। ’ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সব বিষয়ে গবেষণা করা দরকার। যতগুলো খাত আছে সব স্থানেই গবেষণা লাগে। কিন্তু বাজেটে গবেষণার বরাদ্দ খুবই কম, এটা বাড়াতে হবে।

‘বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণা বাড়াতে হবে। ৯০টি বেসকারি বিশ্ববিদ্যালয়ে দুই টাকারও গবেষণা বরাদ্দ নেই। ’

আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পরিকল্পনা কমিশনের সচিব তারিক-উল-ইসলাম, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রম‍ুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।