ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলো বেজা কর্তৃপক্ষ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আমান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলো বেজা কর্তৃপক্ষ

ঢাকা: সোনারগাঁও এ প্রায় ১৫০ একর এলাকার ওপর নির্মাণাধীন আমান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

বুধবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এসময় আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীকে অবহিত করেন।

আমান গ্রুপের পরিচালক তরিকুল ইসলাম, বেজা’র নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আওতায় এ অঞ্চল গড়ে উঠেছে। প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।