ঢাকা: আগামী ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত প্রথমবারের মতো থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের মেলা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ আয়োজন থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যকে সুপরিচিত করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (১৬ মার্চ) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী শুরু হওয়া থাই পণ্য প্রদর্শনী বিষয়ক ‘থাই সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। বাংলাদেশ যে হারে থাই পণ্য আমদানি করে, সে হারে রফতানি করে না। তাই দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে থাই সরকার দেশটির বাজারে প্রবেশ করতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত কোটা দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দু’দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি।
বাণিজ্য মন্ত্রী বলেন, প্রতিবছরই ঢাকায় থাই পণ্যের প্রদর্শনী হতে দেখা যায়। যেখানে অসংখ্য ক্রেতারা ভিড় করেন। আশা করি এবারও মেলা শেষে থাই ব্যবসায়ীদেরকে কোনো পণ্য ফেরত নিয়ে যেতে হবে না।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেপি/জেডএস