ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

থাই পণ্য মেলা

কেনাকাটা ও বিনোদন একসঙ্গে যেখানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
কেনাকাটা ও বিনোদন একসঙ্গে যেখানে ছবি: সুমন শেখ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছুটির দিন। অখণ্ড অবসর।

কিন্তু তাই বললে কি চলে? ঘরের প্রয়োজনীয় কেনাকাটা আর সন্তানদের নিয়ে ঘোরাঘুরির জন্য কতো না অপেক্ষা এই দিনের। কিন্তু বৃহস্পতিবার (১৭ মার্চ) ছুটি থাকলেও নানা রাজনৈতিক অনুষ্ঠানে ইতোমধ্যেই রাস্তায় যানজট পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

‘আর এমন দিনে কেনা কাটা করতে যাওয়া! অসম্ভব’।

ঠিক এমনটি যারা ভাবছেন তাদের জন্য সুখবর মিলছে আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায়।

কেনাকাটা থেকে শুরু করে শিশুদের বিনোদন এমনকি পেটপুরে খাওয়া-দাওয়ার সুব্যবস্থাও রয়েছে এখানে আয়োজিত থাই পণ্য মেলায়।

গার্মেন্টস ও ফ্যাশন জিনিসপত্র, খাবার ও পানীয়, ভারী শিল্প, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী ৩৯টি থাই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ আয়োজনে। রয়েছে প্রায় ৬০টি স্টল। এছাড়া শিশুদের বিনোদনের জন্য মেলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে মিকি মাউস ও অন্য সব কার্টুন চরিত্র।

অভিভাবকরা যখন কেনাকাটায় ব্যস্ত তখন প্রিয় সব কার্টুন চরিত্রের হাত ধরে খেলা, ঘুরে বেড়ানো আর ছবি তোলায় ব্যস্ত শিশুরা।

আকর্ষণীয় সব হাতব্যাগ, স্কুলব্যাগ, ঘর সাজানোর পণ্য, লাইটিং সামগ্রী, বিউটি ক্রিম, ফেসিয়াল সিরিজসহ নানা সব বাহারি পণ্যে মন ভোলোবে যেকোনো ক্রেতার।

সকাল থেকেই বসুন্ধরার কনভেনশনের গুলনাহার হলে ভিড় জমে দর্শনার্থীদের। যেন সারাদিনের প্রস্তুতি নিয়ে এসেছেন তারা।

কথা হয় শিশু দোপাটির সঙ্গে। মায়ের সঙ্গে মেলায় এসে কয়েক ঘণ্টা পার করেও কিছুতেই যেতে মন চাইছে না তার। মাথার ব্যান্ড, ক্লিপসহ নানা বাহারি জিনিস কেনাই শুধু নয়, কার্টুন চরিত্রগুলোর সঙ্গে সময় কাটিয়েও ভীষণ ভালো লাগছে বলে জানায় সে।

তাদের সঙ্গে খেলা শেষে ছবি তুলতেও ভোলেনি দোপাটি।

আয়োজকরা জানান, ছুটির দিনে মেলা হওয়ায় সকল বয়সী দর্শনার্থীদের পূর্ণ বিনোদনের কথা মাথায় রেখেই সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই থাই সপ্তাহ আয়োজনে। ছুটির দিনে পুরো পরিবার নিয়ে ঝঞ্ঝাট ছাড়া একটি দিন সানন্দে কাটানোর জন্য এ মেলা হতে পারে যে কোরো গন্তব্য।

চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এবং ঢাকার রয়্যাল থাই দূতাবাস।

বুধবার (১৬ মার্চ) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Phasit Chudabuddhi ও কনসাল (বাণিজ্যিক) Suwimol Tilokruangchai এবং  বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি আইয়ুব আলীসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

আগামী শনিবার (১৯ মার্চ) পর্যন্ত এ থাই সপ্তাহ চলবে। সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে এ পণ্য প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেপি/একে/এএসআর

** বসুন্ধরা কনভেনশনে শুরু আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা
** বসুন্ধরা কনভেনশনে এক টুকরো থাইল্যান্ড
** মূল্যছাড়ে মিলছে বিশুদ্ধ থাই ফলের জুস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।