ঢাকা: রাজধানীতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি যন্ত্রপাতির সমাহার নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা'য় (আইসিসি,বি) আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী শুরু হয়েছে।
পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজন করেছে এ '৬ষ্ঠ অ্যাগ্রো টেক বাংলাদেশ-২০১৬'।
প্রদর্শনীটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রদর্শনী কৃষির উপকরণগুলোর সঙ্গে পরিচিত হতে অনেক বড় ভূমিকা রাখে। কৃষির সঙ্গে প্রযুক্তি যোগ হয়ে পুরো কৃষির চিত্রই বদলে গেছে। বর্তমান সরকারের যুগপোযোগী পদক্ষেপেই এগিয়ে যাচ্ছে দেশের কৃষি।
প্রতিমন্ত্রী সরকারের কৃষিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে বাংলাদেশ ইন্ডেটিং এজেন্টস সভাপতি এম. এস. সিদ্দিকীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের ও দর্শনার্থীদের প্রশিক্ষিত করা। ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালেশিয়া, চীন, জার্মান, কোরিয়া, তুর্কি, স্পেন, তাইওয়ান, ইরান, তিউনিশিয়া, ইতালী, কানাডা’র ১৫টি দেশের প্রতিষ্ঠানসহ দেশীয় শতাধিক প্রতিষ্ঠানের ১৯৫টি স্টল অংশ গ্রহণ করেছে।
এ মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত আধুনিক প্রযুক্তি প্রর্দশনের পাশাপাশি গবেষক, প্রস্তুতকারক, আমদানিকারক, সরবরাহকারী, প্রযুক্তি সম্প্রসারণ কর্মী এবং প্রযুক্তি ব্যবহারকারীগণের উপস্থিতি থাকবে।
এছাড়া প্রদর্শিত প্রযুক্তির সুবিধা ও ব্যবহারের কলাকৌশল নিয়ে সেমিনার, গোল টেবিল আলোচনার মাধ্যমে গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচন, দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসার সুযোগ সৃষ্টি ও প্রকৃত ব্যবহারকারীদের আধুনিক ও উন্নত প্রযুক্তি দর্শন ও ব্যবহারে উৎসাহী করা হবে।
আগামী ১৯ মার্চ এ মেলা শেষ হবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই প্রদর্শন করতে পারবেন এ মেলা।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
একে/পিসি
** বসুন্ধরা কনভেনশনে এক টুকরো থাইল্যান্ড
** মূল্যছাড়ে মিলছে বিশুদ্ধ থাই ফলের জুস