ঢাকা: বিদ্যুতের অপচয় বন্ধে উৎসাহিত করতে ষষ্ঠ বছরের মতো বিশ্বব্যাপী আর্থ আওয়ার উদযাপনে অংশ নিলো দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে সড়ে ৯টা পর্যন্ত জিপি হাউজসহ দেশব্যাপী গ্রামীণফোনের বিভিন্ন অফিসে বাতি নিভিয়ে এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানায়।
আর্থ আওয়ারের মূল লক্ষ্য, বিশ্বের নাগরিকদের মধ্যে বিদ্যুতের অপচয় বন্ধে উৎসাহিত করা, তাদের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস ও সমসাময়িক বৈশ্বিক পরিবেশগত বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমআইএইচ/এএ