ঢাকা: বাঙালির উৎসব পহেলা বৈশাখ। আর মাত্র কিছুদিন পরই পহেলা বৈশাখ-১৪২৩।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, বাংলা একাডেমি, ধানমন্ডি রবীন্দ্র সরোবরের পাশাপাশি ফেয়ার ফেস্ট ভেন্যু, বসুন্ধরা সিটি শপিং মলেও আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা-১৪২৩।
এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
৪ দিনব্যাপী এ মেলাতেও এবারের বৈশাখের নতুন নতুন আয়োজন থাকছে। বাসন্তি শাড়ি, লাল টিপ আর চুড়ি, পাঞ্জাবি কিংবা ফতুয়া-তার সঙ্গে আছে হাল ফ্যাশন- নিজেকে সাজাবার জন্য আপনারও নিশ্চয়ই পরিকল্পনার কোনো শেষ নেই।
মেলার আয়োজক থার্ড আই সল্যুইশন জানায়, বৈশাখী মেলা-১৪২৩ এর ঠিক ৭ দিন আগেই (০৬ এপ্রিল-১১ এপ্রিল) একই ভেন্যুতে বৈশাখী সাজ সজ্জার কথা ভেবে ৬ দিনব্যাপী ‘বৈশাখী বাজার’ এর আয়োজন করা হচ্ছে।
এখানে দেশীয় পোশাক, সাজসজ্জা, বৈশাখী পণ্য সামগ্রী, ট্রেন্ড-ই ফ্যাশন পণ্য, বৈশাখী খেলনা, মেহেদী, ফেস পেইন্টিংসহ হাল ফ্যাশনের নানা পণ্য পাওয়া যাবে।
‘বৈশাখী বাজার ও মেলা-২০১৬’ তে স্টল নিতে আগ্রহীরা ০১৮৭৮ ৯৩৯ ৬৯৩-৫ এবং ০১৭১৫ ২৬৯ ৮৪৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমএ/