ঢাকা: যেকোনো মূল্যে দখলদারদের কাছ থেকে বন রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিবেশ ও বন উপমন্ত্রী অাব্দুল্লাহ অাল ইসলাম জ্যাকব।
সোমবার (২১ মার্চ) সকালে অাগারগাঁও বন ভবনে অান্তর্জাতিক বন দিবস-২০১৬ এর অালোচনা সভায় দখলদারদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।
উপমন্ত্রী বলেন, অাজকে যারা বনভূমিকে অবৈধভাবে দখল করছেন, তাদের ছাড় নেই। দখলদাররা যতোই প্রভাবশালী হোন না কেন, অচিরই বন উদ্ধার করবো। সরকার বন রক্ষার্থে জিরো টলারেন্সে অাছে।
সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, অামরা পলিথিনের কারখানা বন্ধ করেছি। ট্যানারিও সরাতে হবে। পরিবেশ ধ্বংসকারী প্রতিষ্ঠান রক্ষার্থে অনেকে অামাকে ফোন দেন। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না।
অালোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অব নেচারের (অাইউসিএন) প্রতিনিধি ইশতিয়াক উদ্দীন অাহমেদ।
প্রধান বন সংরক্ষক ইউনুছ অালীর সভাপতিত্বে অালোচনা সভায় অংশ নেন পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন অাহমেদ প্রমুখ।
এবারের বন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘করলে রক্ষা সবুজ বন, থাকবে পানি, বাঁচবে জীবন’।
অালোচনা সভায় মূল প্রবন্ধে জানানো হয়, গত ১০০ বছরে ৪৫ শতাংশ বন ধ্বংস হয়েছে। অথচ বন পানির উৎস, ৭৫ শতাংশ পানি অাসে বন থেকে। দেশে মাত্র ১৭ শতাংশ বন রয়েছে। ৯ শতাংশ বন বন বিভাগ নিয়ন্ত্রণ করে। পাহাড়ি বন রয়েছ মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ। অামাদের দেশে বন সংরক্ষণে শক্ত অাইন অাছে, কিন্তু প্রয়োগ নেই।
শালবন রক্ষা অাইন অাজও ঝুলে অাছে। এখনও হয়নি। সে বনে অবৈধভাবে শিল্প কারখানা গড়ে উঠেছে। অনেকে কৃষিকাজও করছেন শালবনে। অবস্থা চলতে থাকলে শালবন হারিয়ে যাবে।
অামাদের বন ও হাওর বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করতে হবে বলে মত প্রকাশ করা হয় মূল প্রবন্ধে।
বাংলাদেশ সময় : ১২৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমঅাইএস/এএসআর