ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তাদের হাতেই হচ্ছে এ্যানি ক্লেইন এর প্যান্ট

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
তাদের হাতেই হচ্ছে এ্যানি ক্লেইন এর প্যান্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড। কাজ করে অসংখ্য নারী শ্রমিক।

তাদের হাতেই তৈরি হচ্ছে বিশ্বের স্বনামধন্য ডিজাইনার এ্যানিক্লেইন এর প্যান্ট।

চট্টগ্রামের নারীদের তৈরি এসব প্যান্ট আমেরিকার বিভিন্ন প্রদেশের মানুষ ব্যবহার করবে বলে জানা যায়।

বন্দরনগরী চট্টগ্রাম ইপিজেডের ডেনিম এক্সপার্ট লিমিটেডের কারখানায় গিয়ে নারী শ্রমিকদের এ্যানি ক্লেইনের প্যান্ট তৈরি করতে দেখা যায়। এ্যানি ক্লেইন ১৯৭৪ সালে মারা গেলেও তার নামে তৈরি প্যান্ট পরতে পছন্দ করেন আমেরিকান ভোক্তারা।

কারখানাটিতে প্রায় সাড়ে ৯শ’ নারী শ্রমিক কাজ করেন। এ্যানি ক্লেইন এর এসব প্যান্ট এর মূল্য বাবদ ডেনিম এক্সপার্ট লিমিটেডকে দেয়া হয় ১৪ ডলার। আমেরিকান বিভিন্ন প্রদেশসহ অন্যান্য দেশে এ্যানি ক্লেইন এর প্যান্টের বিক্রয় মূল্য ৩৪ ডলার থেকে ৪০ ডলার।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন বলেন, এ্যানি ক্লেইন বিশ্বের একজন নামকরা ডিজাইনার। আমেরিকান অঞ্চলের বিভিন্ন দেশে তার প্যান্ট বিক্রি হয়। তাদের প্যান্ট তৈরি করছে আমাদের শ্রমিকরা। এবং গুণগত মান নিয়ে সন্তুষ্ট এ্যানি ক্লেইন নিজে।

শুধু এ্যানি ক্লেইনই নয়, অন্যান্য নামকরা ব্র্যান্ডের পোশাকও তৈরি করেন এসব নারী।

ডেনিম এক্সপার্ট লিমিটেড যাত্রা শুরু করে ২০০৯ সালে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
ইউএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।