ঢাকা: ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ স্লোগানে বুধবার (২৩ মার্চ) শুরু হচ্ছে ‘বিমা মেলা-২০১৬’। বিমা খাত সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করে জনসচেতনতা বাড়াতে তিনদিনের এ মেলার আয়োজন করা হয়েছে।
রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (২১ মার্চ) মতিঝিল সংবাদ সম্মেলনে এ মেলার বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) চেয়ারম্যান শেফাক আহমেদ।
আইডিআরএ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিএফআইডি’র যুগ্ম সচিব মো. শফিকুল ইসলাম, আইডিআরএ সদস্য সুলতান উল আবেদিন, মো. মুরশিদ আলম ও জুবের আহমেদ খানসহ বিমা মেলা আয়োজক কমিটির সদস্যরা।
তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিমা দাবির চেক হস্তান্তর করা হবে। ত্রিশটি কোম্পানি এক হাজারের বেশি বিমা দাবি পরিশোধ করবে। পাশাপাশি মেলায় থাকছে সেমিনার। বেকারদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চাকরির সুযোগ সংক্রান্ত তথ্য প্রদান।
আইডিআরএ’র চেয়ারম্যান শেফাক আহমেদ বলেন, বিমা একটি নিরস জিনিস। এর প্রচার ও প্রসার ঘটাতে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করা হয়েছে। এ বছর কেন্দ্রীয়ভাবে এ মেলার আয়োজন করা হলেও পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে মেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশে বিমা দিবস পালনের জন্য একটি দিন নির্ধারণ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আইডিআরএ সদস্য কুদ্দুস খান বলেন, বিমা নীতিতে বিমা মেলা বাধ্যতামূলক বলে উল্লেখ করা আছে। বিমা সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের বিমা খাত অনেক পিছিয়ে আছে। এ মেলার মাধ্যমে বিমা খাতে গতি বাড়বে বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমআই/এএসআর