ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ল্যাবএইড-ভিসতারা আর্কিটেক্ট’র মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ল্যাবএইড-ভিসতারা আর্কিটেক্ট’র মধ্যে চুক্তি সই

ঢাকা: ল্যাবএইড কর্পোরেট হাসপাতাল ও ভিসতারা আর্কিটেক্ট (প্রা.) লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

এ চুক্তির ফলে রাজধানীর বারিধারায় প্রস্তাবিত ৫০০ শয্যার অত্যাধুনিক ল্যাবএইড কর্পোরেট হাসপাতাল ভবন নির্মাণের সব নকশার কাজ আর্কিটেক্ট প্রতিষ্ঠান ভিসতারা করবে।

মঙ্গলবার (২২ মার্চ) এ চুক্তি সই হয়। ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম ও ভিসতারা আর্কিটেক্ট’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালিদ পলাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ সময় দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।