ঢাকা: জীবন বীমা শিল্পে নতুনত্ব আর প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বীমাকে দেশের মানুষের প্রয়োজনীয় সেবায় পরিণত করতে কাজ করছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
চতুর্থ প্রজন্মের এ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠানের মধ্য নেতৃত্বও দিতে চায়।
বুধবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বীমা মেলায় প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) এস এম জিয়াউল হক বাংলানিউজকে এসব তথ্য জানান।
এস এম জিয়াউল হক বলেন, গোষ্ঠী বীমায় গত দুই বছর ধরে নেতৃত্বে রয়েছি আমরা। এটি একমাত্র প্রতিষ্ঠান যার সব ধরণের উইং আছে। সবসময় আমরা ইনোভেটিভ, ডায়নামিক কাজ করে থাকি।
তিনি জানান, এই প্রতিষ্ঠানই প্রথম পাইলট প্রোগ্রাম হিসেবে গার্মেন্টস নারী কর্মীদের জন্য মাত্র ১৫ হাজার টাকার স্বাস্থ্য বীমা পলিসি হাতে নিয়েছে। খুব শিগগিরই তা গ্রাহকের মধ্যে চালু হবে। গ্রাহকের খুবই প্রয়োজনীয় এরকম নতুন নতুন পণ্য নিয়ে হাজির হচ্ছেন তারা। প্রায় ২৫টির বেশি পণ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
স্টলের পক্ষ থেকে জানানো হয়, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের নিজস্ব একচ্যুয়ারি রয়েছে। ফলে পণ্যগুলো গবেষণা ও যাচাই-বাছাই করে গ্রাহকের মধ্যে ছাড়া হয়। এছাড়া যত পরিমাণই হোক এ প্রতিষ্ঠানের দাবি প্রদানের সক্ষমতা রয়েছে। যা অনেক প্রতিষ্ঠানের নেই।
স্টলের কর্মীরা জানান, দেশের শীর্ষ স্থানীয় এ জীবন বীমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুশ অ্যান্ড পুল পদ্ধতি চালু আছে। এর মাধ্যমে এসএমএস করে বীমা গ্রগিতারা বীমা পলিসির সার্বিক তথ্য জানতে পারবেন। এছাড়া ডাচ বাংলা ও বিকাশের মাধ্যমে প্রিমিয়ামের টাকা পরিশোধের ব্যবস্থাও রয়েছে।
‘আজীবন বিশ্বস্ত’ স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সার্বিক সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে- ০১৯২৬৬৯৯৬৯৪ নম্বরে। বীমা মেলায় এ প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ কর্মী দর্শনার্থীদের প্রতিষ্ঠানের যাবতীয় সেবার তথ্য তুলে ধরছেন।
তিন দিনব্যাপী ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ স্লোগান সামনে নিয়ে প্রথমবারের মতো এ বীমা মেলার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য এ মেলা উন্মুক্ত। বীমা সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে এ মেলা থেকে। এতে প্রায় ৫০ এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
একে/এসআর