ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখা স্থানান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখা স্থানান্তর

ঢাকা: উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখা সুপরিসর স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ উত্তরা ৬ নম্বর সেক্টরে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন।



ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক সেবা পাবেন।

তিনি আরও বলেন, এখন উত্তরার গ্রাহকরা উন্নত অনলাইন ব্যাংকিং সেবা উপভোগ করবেন। আমরা স্থানীয় গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।