ঢাকা: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও র্যাংকস আইটিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
৫ এপ্রিল (মঙ্গলবার) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোশতাক আহমেদ এবং র্যাংকস আইটিটি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহ্সান উল্লাহ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে এখন থেকে তিতাস গ্যাসের হেড অফিস ও লোকাল অফিসের মধ্যে ইন্টারনেট সার্ভিস, ইন্টারনাল ডাটা কানেক্টিভিটি ও হার্ডওয়ার সাপোর্ট দিবে র্যাংকস আইটিটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাসের পক্ষ থেকে প্রকৌশলী মীর মসিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মনির হোসেন খান, ডিজিএম ক্রয় ডিপার্টমেন্ট, আশিকুর রহমান, ডিজিএম, আইটি, শংকর কুমার দাস, পরিচালক-অর্থ এবং র্যাংকস আইটিটির পক্ষ থেকে এস এম আশিকুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার , শাহ আলম, হেড অব অপারেশনস, রিজোয়ান বাকের মিল্কি, সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, মিরজা আমিন, ডেপুটি ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএইচ