বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় ৩৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অভিযানে মেসার্স খালেদ স্টোরের প্রোপাইটর মো. সাইদুর ইসলামকে আড়াই হাজার টাকা, মেসার্স বাবুল স্টোরের প্রোপাইটর মো. বাবুল প্যাদাকে আড়াই হাজার টাকা, মেসার্স মল্লিক স্টোরের প্রোপাইটর মো. আফজাল মল্লিককে দুই হাজার টাকা, মেসার্স শুক্কুর আলী স্টোরের প্রোপাইটর মো. শুক্কুর আলীকে দুই হাজার টাকা, মেসার্স সত্য স্টোরের প্রোপাইটর সত্যরঞ্জন মিত্রকে দুই হাজার টাকা, মেসার্স তারা স্টোরের প্রোপাইটর তারা ব্রক্ষ্মকে দুই হাজার টাকা, মেসার্স সিকদার স্টোরের প্রোপাইটর মো. হাবিবুর রহমান সিকদারকে দুই হাজার টাকা, মেসার্স সেলিম স্টোরের প্রোপাইটর মো. সেলিমকে এক হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, সিনিয়র টেকনিশিয়ান মো. মীর কাশেম মজুমদার, পরিদর্শক মো. তোতা মিয়া ও বেগম আনজুমান নেছা।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএ