ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নববর্ষে প্রিমিয়াম সুইটস’র ‘পান্তা-ইলিশ উৎসব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
নববর্ষে প্রিমিয়াম সুইটস’র ‘পান্তা-ইলিশ উৎসব’

ঢাকা: বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন উপলক্ষে লাইফ স্টাইল ব্রান্ড প্রিমিয়াম সুইটস আয়োজন করছে পাঁচ দিনব্যাপী ‘পান্তা-ইলিশ উৎসব’।

১৩ এপ্রিল মধ্যরাত থেকে ১৭ এপ্রিল মধ্যরাত পর্যন্ত শুলশান-১, গুলশান-২, উত্তরা রবীন্দ্র সরণী প্রিমিয়াম সুইটস’র শো-রুমে এ উৎসব চলবে।

 

এর পাশাপাশি নতুন হালখাতায় পাতা খোলার উপহারে প্রতিবারের মতো প্রিমিয়াম সুইটস’র সব শো-রুমে পাওয়া যাবে ফুলেল সজ্জায় সম্পূর্ণ নতুন লাল-সাদা বৈশাখী গিফট বক্স।

থাকছে বাহারি মিষ্টি-দই আর হরেক রকমের পিঠার মন মাতানো ডালা। এছাড়া প্রিয়জন, বন্ধু-বান্ধব ও সহকর্মীকে উপহার দিতে এবারের বিশেষ আকর্ষণ প্রিমিয়াম সুইটস গিফট সার্টিফিকেট।

কান্ট্রি ব্রান্ডিংয়ের অনুপ্রেরণায় বাংলার বিখ্যাত মিষ্টি ও মাটির হাড়িতে বাঙালি কুইজিনকে বিশ্বব্যাপী পরিচিত করার প্রয়াসে বাংলাদেশ ও কানাডায় প্রিমিয়াম সুইটস’র রয়েছে ২০টি শাখা। এছাড়া প্রিমিয়াম সুইটস’র উৎপাদিত পণ্য পাওয়া যাচ্ছে বিশ্বের ১৪টি দেশে।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরইউ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।