ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি : কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রায় তিন শতাধিক ডিলার ও পরিবেশকদের অংশগ্রহণে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারায় (আইসিসিবি) ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

‘ভ্রাতৃত্বের উদযাপনে ইফতার আয়োজন-২০১৬’ শীর্ষক শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহবুব আলম, হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভি, হেড অব সাপ্লাই চেইন আব্দুস শুকুর, হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন আতিকুজ্জামান খান এবং বসুন্ধরা গ্রুপের ঊধ্বর্তন কর্মকর্তারা।

ইফতারে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, সারা বাংলাদেশে ভোক্তাদের কাছে বসুন্ধরা এলপি গ্যাস পৌঁছে দেওয়ার কৃতিত্ব শুধু আমাদের একার নয়, এখানে পরিবেশক ও ডিলারদের অবদান কোনো অংশে কম নয়। প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার মধ্যে ভোক্তাদের চলমান আস্থা ধরে রাখাই হবে বসুন্ধরা এলপি গ্যাসের প্রধান লক্ষ্য।

ইতোমধ্যে চট্টগ্রাম, ফেনী, মুন্সীগঞ্জ, সিলেট, বরিশাল, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, ঈশ্বরদী ও সৈয়দপুরে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের পরিবেশক ও ডিলারসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ইএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।