ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিবিআইএন’র চার দেশে হবে ইকোনমিক জোন

শামীম হোসেন, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
বিবিআইএন’র চার দেশে হবে ইকোনমিক জোন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিলিগুড়ি থেকে: মহানন্দা নদীর তীরে অবস্থিত ভারতের স্বপ্নের শহর শিলিগুড়ি। দার্জিলিং জেলার অন্তর্গত মাত্র ৪৮.৩ বর্গ কিলোমিটারের শহর শিলিগুড়ি।

এখানেই চলছে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান (বিবিআইএন) নিয়ে গঠিত বিজনেস ফোরামের এক্সপো।

ভারত চেম্বার অব কমার্সের (আইসিসি) আয়োজনে তিন দিনব্যাপী এ এক্সপো চলবে ১৭ জুলাই পর্যন্ত।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে বিবিআইএন বিজনেস এক্সপো-২০১৬ এর আনুষ্ঠানিক ফিতা কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভারতের সড়ক মন্ত্রী নিরাজ বারমা, আইসিসির সভাপতি আদিত্য আগারওয়াল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ভুটান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিস, অনুপম জাম এবং নেপালের চেম্বার অব কমার্সের নেতারা। এছাড়া ভারতের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন।

বিকেলে শিলিগুড়ির হোটেল সিনক্লেয়ার্সে অনুষ্ঠিত আলোচনায় বিবিআইএন বিজনেস ফোরামে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

ভারতের সড়ক মন্ত্রী নিরাজ বারমা বলেন, আমরা সব সময় বাংলাদেশের পাশে থেকেছি, তারাও আমাদের পাশে আছে। ভারত ছাড়াও অন্য তিনটি দেশের সঙ্গে কিভাবে ব্যবসায়ীক বন্ধন আরও দৃঢ় করা যায় সে দিকে জোর দেওয়া হবে।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বিবিআইএন দেশগুলোর ম্যানুফ্যাচারিং শিল্পের উপর জোর দিয়ে বলেন, চার দেশের মধ্যে সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত হতে হবে। যাতে পণ্য আমদানি ও রপ্তানিতে কোনো বাধা না থাকে। বাণিজ্য ও অবকাঠামোগত বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও মজবুত করা যায় সে লক্ষ্যে কাজ করবে বিবিআইএন বিজনেস ফোরাম।

এছাড়াও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা কি করে আরও সহজ করা যায় তা নিয়ে কাজ করবে বিবিআইএন।

মাতুলব আহমাদ বলেন, চার দেশের জন্য অর্থনৈতিকভাবে শিলিগুড়ি খুবই গুরুত্বপূর্ণ। তাই এরুট ব্যবহার করে চার দেশে অর্থনৈতিক জোন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পঞ্চগড়, ভারতের শিলিগুড়ি, নেপালের বিরাটনগর এবং ভুটানের ফলসিলিং-এ হবে বিবিআইএন এর ইকোনমিক জোন।

বিবিআইএনভুক্ত দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগের যে চুক্তি হয়েছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ যোগাযোগ ব্যবস্থা আরও সহজ কি করে করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) কলকাতার ললিত ওবেরয় হোটেলে সার্কভুক্ত চারটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিজনেস ফোরামের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. গওহর রিজভী এবং ড. মশিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইন্ডিয়ান চেম্বার অব কর্মাসের (আসিসি) ব্যবস্থাপনায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ভুটান চেম্বার অব কর্মাস, ফেডারেল অব নেপাল চেম্বার অব কর্মাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে বাংলাদেশের ৭০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

এফবিসিসিআইয়ের ১৪০ সদস্যের প্রতিনিধিদল বিবিআইএন বিজনেস এক্সপো ২০১৬-তে অংশ নিয়েছেন। বিবিআইএন’ভূক্ত ৪ দেশের প্রায় ৬০টি স্টল এক্সপোতে অংশ নিয়েছে। এক্সপোতে এফবিসিসিআই অধিভুক্ত বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে ৩১টি স্টল রয়েছে।

বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে টেক্সটাইল ও কটন শিল্প, কৃষি ও উদ্ভিদজাত সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী, অবকাঠামো ও পরিবহন বিষয়ক, কেমিক্যাল ও সার, তথ্যপ্রযুক্তি শিল্প বিষয়ক, চামড়াজাত পণ্য এবং অটোমোবাইল শিল্পের প্রতিনিধিরা  অংশ নিয়েছেন।

এফবিসিসিআই প্রতিনিধি দলে রয়েছেন, এফবিসিসিআই পরিচালক শামীম আহমেদ, দিলীপ কুমার আগরওয়ালা, আবু নাসের, খন্দকার রুহুল আমীন, এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ, আফতাব উল ইসলাম, এফসিএ, জুন্নুন মাহমুদ খান, সালাউদ্দিন আলী আহমেদ এবং বিভিন্ন জেলা চেম্বারের সভাপতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।