ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রশিক্ষিত প্রবাসী কর্মী দেশের ভাবমূর্তি বাড়ান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
‘প্রশিক্ষিত প্রবাসী কর্মী দেশের ভাবমূর্তি বাড়ান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, দক্ষ কর্মী তৈরিতে নিবিড় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষিত কর্মী বিদেশে বর্ধিত হারে বেতন যেমন পান, তেমনি দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করেন।

শনিবার (১৬ জুলাই) রজধানীর দারুস সালাম টেকনিক্যাল মোড়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে অনেক কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের কর্মীদের ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে।

মন্ত্রী বিভিন্ন ট্রেডের (গার্মেন্টস, কম্পিউটার, আর্কিটেকচার ড্রাফটিং, ডাইং প্রিন্টিং ও ব্লক বাটিক কোর্স, ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল হাউজ কিপিং এবং গৃহকর্মীদের হাউস কিপিং কোর্স) প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষ করে গৃহকর্মীদের হাউস কিপিং কোর্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের কাছে প্রশিক্ষণ বিষয়ক (যেমন: বয়স, বাসস্থান, খাবার ইত্যাদি এবং কোর্স) খোঁজ-খবর নেন। বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেন তিনি।

পরে নুরুল ইসলাম বিএসসি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৫ম তলায় অবস্থিত বেসরকারিভাবে পরিচালিত মনসুর আলী ওভারসিজ অ্যান্ড ট্রাভেলসের সাদ-মনসুর আলী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

এ প্রশিক্ষণ কেন্দ্রে সৌদি আরবগামী নারী গৃহকর্মীদের হাউস কিপিং প্রশিক্ষণের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মন্ত্রী।

পরিদর্শন শেষে মন্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি গাছের চারা রোপন করেন।

পরিদর্শনকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী এবং মন্ত্রণালয় ও বিএমইটি’র ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জেপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।