ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের বিশেষ কোর্স সম্পন্ন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের বিশেষ কোর্স সম্পন্ন ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ক্যাশ অফিসারদের ১৮তম ব্যাচের ‘ক্যাশ ম্যানেজমেন্ট– কোর ব্যাংকিং সফটওয়্যার পার্সপেকটিভ’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে।

৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনসটিটিউটে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ৪০ জন ক্যাশ  অফিসার অংশ নেন।  

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মানবসম্পদ বিভাগের প্রধান শাহ সৈয়দ আবদুল বারি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী  অফিসারদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এভিপি ও সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ফারজানা হক উপস্থিত ছিলেন।   
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।