ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোটি টাকার বৈদ্যুতিক পাখাভর্তি কাভার্ডভ্যান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬

ঢাকা: বন্ড সুবিধার অপব্যবহার করা কোটি টাকা মূল্যের ৩৩৫টি কার্টনে বিভিন্ন আকারের ১ হাজার ৮৬টি বৈদ্যুতিক পাখাভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
সোমবার রাজধানীর নবাবপুর রোডের খান ইলেক্ট্রিক মার্কেট এলাকা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য জান‍ান।
 
বৈদ্যুতিক পাখা মের্সাস গোল্ডেন সন লিমিটেডের তৈরি ‘জিএসএল এয়ার কুলার’ ব্র্যান্ডের। প্রতিষ্ঠানটি চট্টগ্রামে বন্ড লাইসেন্সপ্রাপ্ত ও শুল্কমুক্ত সুবিধায় পাখা তৈরির কাঁচামাল আমদানি করে।
 
তিনি জানান, শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গভীর রাত থেকে ভোর পর্যন্ত নবাবপুর রোডে টহল দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে খান ইলেক্ট্রিক মার্কেট থেকে চট্ট মেট্রো ট ১১-৪৩২৫ কাভার্ডভ্যান জব্দ করে।
 
কাভার্ডভ্যান চালক থেকে প্রাপ্ত মূসক-১১ চালান অনুযায়ী, ঢাকার মেসার্স সামিউল্লাহ ট্রেডার্ড চট্টগ্রামের রাইফেলস ক্লাব এলাকার ‘ফ্যান বাজার’ থেকে কিনে কাভার্ডভ্যানে করে ঢাকায় পাঠান।
 
অনুসন্ধানে দেখা যায়, মূসক চালান নকল। চট্টগ্রামের রাইফেলস ক্লাব এলাকায় এ নামের কোনো দোকান খুঁজে পাওয়া যায়নি। মূসক চালানে উল্লেখিত প্রতিষ্ঠানের মূসক শনাক্তকরণ নম্বরও সঠিক নয়।  
 
চালকের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের কোনো বন্ড সুবিধাপ্রাপ্ত কারখানা থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রির জন্য এসব পাখা ঢাকায় আনা হয়েছিলো।  
 
মেসার্স গোল্ডেন সন লিমিটেড সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, বন্ড লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটি বিদেশি পণ্য রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে আসছে।

শুল্কমুক্ত সুবিধার কাঁচামালে তৈরি রপ্তানিযোগ্য এসব পাখা দেশের অভ্যন্তরে খোলা বাজারে বিক্রয়যোগ্য নয়। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে এসব খোলা বাজারে বিক্রি করা হচ্ছে।
 
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগেও বন্ড সুবিধার অপব্যহারের দায়ে প্রতিষ্ঠানটির ৬টি ট্রাক জব্দ ও ১ কোটি টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।