ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ কমিশনারের দফতর বদল, নতুন দায়িত্বে একজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
৩ কমিশনারের দফতর বদল, নতুন দায়িত্বে একজন

ঢাকা: বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের তিন কমিশনারের দফতর বদল করা হয়েছে। একই সঙ্গে একজনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই)  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হোসেন আহমেদকে পানগাঁও কাস্টমস হাউজে বদলি করা হয়েছে।

আর পানগাঁও কাস্টমস হাউজের কমিশনার মো. মোস্তবা আলীকে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
 
আর যশোর বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এএফএম আবদুল্লাহ খানকে বদলি করা হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজে।
 
অন্যদিকে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. শওকত হোসেনকে শর্ত সাপেক্ষে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।