ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিটি করপোরেশনের সভা কক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করেন।

 

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।

এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলররা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
  
বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান হতে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা। তবে এবারের বাজেটে কোনো উদ্বৃত্ত নেই।  

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন এ সিটি করপোরেশনকে এগিয়ে নিতে সব কাউন্সিলর ও নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।  

ঘোষিত বাজেটের ৬৯ দশমিক ০৭ ভাগ বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান থেকে, ১৩ দশমিক ০১ ভাগ গৃহ ও ভূমির উপর কর, ৫ দশমিক ৪৪ ভাগ সরকারি অনুদান এবং সেলামি ও অন্যান্য রাজস্ব আয় থেকে ৫ দশমিক ১৮ ভাগ আয় ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।