ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেছেন, ব্যাংকিং ব্যবস্থাকে আরও দক্ষ এবং বিনিয়োগবান্ধব করতে হবে। খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সোমবার (০১ আগস্ট) ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট- ২০১৫’র মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।
ফজলে কবির বলেন, দেশে উন্নত সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বড় অঙ্কের ঋণগুলোর ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকে বৃহদাঙ্ক ঋণ মনিটরিং সফটওয়্যার (সিডিএলসি) স্থাপন করা হয়েছে।
এ সময় ডেপুটি গভর্নর, চেঞ্জ ম্যানেজম্যান্ট উপদেষ্টা, সিনিয়র উপদেস্টা, নির্বাহী পরিচালক, সংশ্লিস্ট বিভাগের মহাব্যবস্থাসহ বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমি বলেন, বড় ঋণ গ্রহীতাদের অনুকূলে বেশি ঋণ কেন্দ্রীভূত, যা এ খাতের জন্য বিপজ্জনক হতে পারে। এটা নিয়ন্ত্রণ করা জরুরি। তবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই এ ধরনের ঋণ মনিটরিংয়ে সফটওয়্যার (সিডিএলসি) চালু করেছে।
জয়েন্ট লিডার ফোরাম (জেএলএফ) গঠনের মাধ্যমে সিডিএলসিতে রিপোর্টকৃত দুর্দশাগ্রস্ত ঋণগুলো মনিটরিং করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসই/টিআই