ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি-বিকাশ চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ইউসিবি-বিকাশ চুক্তি

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লি. ও বিকাশ- এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় বিকাশের ডিস্ট্রিবিউটর কালেকশন এবং পেমেন্ট সার্ভিস ট্রানজিট রিয়েল টাইম কলেকশন ইউসিবি ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হবে।

 

ইউসিবি’র করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের তত্ত্বাবধানে এ কালেকশন হবে।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম এবং বিকাশের চিফ ফাইনান্সিয়াল অফিসার মঈনউদ্দীন মোহাম্মদ রাগীর স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির উপস্থিত ছিলেন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তরিকুল আজম, মোহাম্মদ শওকত জামিল, মো. সোহরাব মোস্তফা এবং গোলাম আউলিয়া, এসইভিপি এন মোস্তফা তারেক, হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশন খন্দকার জিবানুর রহমানসহ বিকাশের হেড অব স্ট্রাটেজি ও বিজনেস ডেভেলপমেন্ট জাফরুল হাসান, ফাইনেন্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাহ্ফুজুর রহমান, এফসিএ, চিফ এক্সটারনাল এবং করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।