ঢাকা: ১২৩৪ কোটি ৯ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ৭২ হাজার ৮৩৮টি বৈদ্যুতিক খুঁটি কিনবে সরকার। এর মধ্যে ১১৬১ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকায় এসপিসি পোল কিনবে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪টি এবং ৭২ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকায় উডেন পোল কিনবে ৩৭ হাজার ৭১৭টি।
এছাড়া ২৫৭ কোটি ৭৪ লাখ ৭১ হাজার টাকায় ৩৫ হাজার ১২১টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনা হবে। অন্যদিকে সরকারি তিনটি খাত থেকে বিদ্যুৎ কেনা হবে বিভিন্ন দরে এবং খুলনায় ২০০ থেকে ৩০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (০৩ আগস্ট) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, ২৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপিত তিনটি প্রস্তাবের মধ্যে ‘অনমনীয় ঋণ বিষয়ক স্থায়ী কমিটি’র ঋণ প্রস্তাব বিবেচনার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ৩৫ শতাংশ নির্ধারণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সমুদ্র এলাকায় ২ডি নন-এক্সিকউটিভ মাল্টি ক্লায়েন্ট সিসমিক জরিপ পরিচালনার পুনঃদরপত্রের মাধ্যমে চুক্তি সম্পাদনের প্রস্তাব যাচাই-বাছাই করে আবার উত্থাপনের পরামর্শ দিয়েছে মন্ত্রিসভা কমিটি। তবে সিলেটের হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হনি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এসএমএ/এএসআর