ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাউন্টার টেররিজম ইউনিটের ভবন নির্মাণে সিটি ব্যাংকের অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
কাউন্টার টেররিজম ইউনিটের ভবন নির্মাণে সিটি ব্যাংকের অনুদান

ঢাকা: ঢাকার মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটকে ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে সিটি ব্যাংক।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামকে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানের এ টাকা মিন্টো রোডে কাউন্টার টেররিজম ইউনিটের অফিস নির্মাণের কাজে ব্যবহৃত হবে।

এ সময় অন্যদের মধ্যে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম. আহমেদ ও মাসরুর আরেফিনসহ ব্যাংক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।