ঢাকা: বাংলাদেশ স্ট্যার্ন্ডাড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন পণ্য বিক্রয় করায় রাজধানীর শাহাজাদপুরে ‘ল্যাভেন্ডার সুপার শপ’ শাখাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০৭ আগস্ট) দুপুরে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
রোববার এপিবিএনয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসক তানিয়া সুলতানা ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা রেজানুর রহমান সরকারের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
মো. সাইদুর রহমান জানান ‘দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করার পর এ অভিযান পরিচালনা করা হয়’। অভিযানে ল্যাভেন্ডার সুপার শপ বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য যেমন-ডাভ শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, লরিয়াল শ্যাম্পু, নানদো’স মেরিডিয়ান চিপস, সার্ফ এক্সেল, কোলগেট টুথপেস্ট, সিগন্যাল টুথপেস্ট, সেনসোডাইন টুথপেস্ট, পন্ডস পাউডার, জনসন ক্রিম ইত্যাদি পণ্য সার্টিফিকেশন মার্কসের (সিএম) লাইসেন্স ছাড়া বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. শিশির মন্ডল অপরাধ স্বীকার করলে বিএসটিআই অধ্যাদেশ ১৯, ২৪ ধারা লংঘন করায় ৩০, ৩১(এ) ধারা মোতাবেক ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
ওএইচ/