ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাঠমান্ডুতে চলছে নির্মাণ সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
কাঠমান্ডুতে চলছে নির্মাণ সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী

ঢাকা: কাঠমান্ডুতে শুরু হয়েছে বাংলাদেশ ও নেপালের নির্মাণ প্রযুক্তি, পদ্ধতি ও সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী ‘সেইফ হোম ২০১৬’। যৌথভাবে চার দিনের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশের ইউটার্ন ও সেভর ইন্টারন্যাশনাল লি. এবং নেপালের সিনথেসিস।

   

কাঠমান্ডুর ভ্রিকুঠিমন্ডপ এক্সিবিশন হলে সোমবার (১৫ আগস্ট) প্রদর্শনীর উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাফতি বিনতে শামস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেমাডেভি বিল্ডিং মেটারিয়ালসের চেয়ারপার্সন রাজ কুমার বাসনেটবিবিএস কেবলসের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. বদরুল।

বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) পর্যন্ত চলমান প্রদর্শনীতে বাংলাদেশ, নেপাল ও ভারত থেকে স্থাপনা ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বহু প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ থেকে আরএফএল, অ্যানার্জিপ্যাক ইলেকট্রনিক্স লি., বিবিএস কেবলস্, ম্যাগডোনাল্ড স্টিল, নাভানা ইঞ্জিনিয়ারিংসহ অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে।

নেপালে ইতোমধ্যে ভূমিকম্প পরবর্তী স্থাপনা পুনর্র্নিমাণে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। যা বাংলাদেশের ভবিষ্যৎ রফতানিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রদর্শনীতে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ এ সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা।

প্রদর্শনীটির মার্কেটিং ও পিআর পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের কুল এক্সপোজার। এয়ারলাইনস্‌ পার্টনার হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস্‌।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।