পটুয়াখালী: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় দেশের তৃতীয় বন্দর পায়রা বন্দরের বহিঃনোঙরে আসা প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড থেকে গত ২২ দিনেও পণ্য খালাস শুরু করা যায়নি।
এতে বাধ্য হয়ে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে।
বাকি অর্ধেক পণ্য পায়রা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান।
তিনি জানান, চীন থেকে ৫৩ হাজার টন পাথরবোঝাই করে এফবি ফরচুন বার্ড গত ১ আগস্ট পায়রা বন্দরের বহিঃনোঙরের গভীর সাগরে পৌঁছে। কিন্তু সাগর উত্তাল থাকায় ওই জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাস করা সম্ভব হয়নি। ফলে সোমবার (২২ আগস্ট) রাতে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে নেওয়া হয়।
সেখানে অর্ধেক মাল খালাস করে আগামী ২৮ আগস্ট এমভি ফরচুন বার্ড পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে ফিরবে এবং বাকি পণ্য খালাস করা হবে।
এফভি ফরচুন বার্ডের ড্রাফ ১৩ মিটার আর পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ড্রাফ সাড়ে ৯ মিটার। তাই জাহাজ থেকে পণ্য কমিয়ে হালকা করে আসতে হচ্ছে এই চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসআর