ঢাকা: চলতি বছরের বাজেট বাস্তবায়ন নিয়ে পর্যালোচনার সময় এখনও আসেনি ইঙ্গিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটের মাত্র দুই মাস হয়েছে। এখনই রিভিউ, ইটস্ ভেরি আর্লি।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘২০১৬ বাজেটের প্রভাব এবং বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রাইস ওয়াটার-হাউজ অ্যান্ড কর্পাস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আলোচনা সভার আয়োজন করে।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বিষয়ে তিনি বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রগুলো
নির্ধারণ করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা অনেক বড়। কিন্তু এটি উচ্চ বিলাসি নয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স পলিসি মেম্বার পারভেজ ইকবাল।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমইউএম/আইএ