ঢাকা: বাংলাদেশের অন্যতম খাদ্যজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নে বন্যার্তদের মাঝে বিস্কুট বিতরণ করেছে।
বুধবার (২৪ আগস্ট) ঘোগাদহ ইউনিয়ন পরিষদ কার্যলয়ের সামনে সমবেতদের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ্ আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজকে ধন্যবাদ জানান চেয়ারম্যান।
রোমানিয়া ফুডের পক্ষে ব্র্যান্ড ম্যানেজার মাহামুদুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ শফিকুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (রংপুর) আব্দুল হালিম সরকার উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।
বিস্কুট বিতরণ প্রসঙ্গে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) জহির উদ্দিন বলেন, গুণগত মানে সেরা পণ্য নিয়ে রোমানিয়া ফুড সুখে-দুঃখে সব সময় মানুষের পাশেই আছে। বন্যার কারণে সৃষ্ট মানবেতর পরিস্থিতিতে বিস্কুট বিতরণ করে আমরা আমাদের তাৎক্ষণিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র।
বিস্কুট বিতরণ শেষে ব্র্যান্ড ম্যানেজার মাহামুদুল হাসানবলে রোমানিয়া ফুড সব ধরনের সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তারই অংশ হিসেবে এবার বন্যার্তদের মধ্যে এ ত্রাণ বিতরণ।
রোমানিয়া ফুডের অপর ব্র্যান্ড ম্যানেজার মির্জা মোহাম্মদ ইলিয়াস বলেন, বিস্কুট শুকনো ও প্যাকেটজাত খাবার। বন্যার সময় তা দীর্ঘদিন মজুদ রাখা যায়। এ ভাবনা থেকেই দেশের শীর্ষস্থানীয় বিস্কুট ব্র্যান্ড হিসাবে আমরা বন্যার্ত মানুষের মধ্যে বিস্কুটজাত পণ্য বিতরণ করেছি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেডএস