ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্স আনলো ওয়ালটন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ঈদে নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্স আনলো ওয়ালটন

ঢাকা: আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে নতুন নতুন মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস। এসব পণ্য আশাতীত বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

ইন্টারন্যাশনাল ইলেক্ট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) ও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজস্ব কারখানায় বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে ওয়ালটন। উচ্চমানের এসব পণ্যের দামও ক্রেতাদের হাতের নাগালে। ফলে দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা ও বিক্রি।  

ঈদ উপলক্ষে বাজারে নতুন এসেছে ওয়ালটনের মাল্টি ফাংশনাল এলইডি প্যানেল, ডাউন ক্যাচিং এলইডি লাইট, গ্যাস স্টোভ, ওয়াল ফ্যান এবং গ্যাং সিরিজের সুইচ-সকেট এর মধ্যে মাল্টি পিন সকেট, টিভি সকেট, টেলিফোন সকেট, ডাটা ক্যাবল সকেট ইত্যাদি।  

ওয়ালটন ব্র্যান্ডের নতুন মডেলের গ্যাস স্টোভ প্রাকৃতিক ও এলপিজি গ্যাস ব্যবহার উপযোগী। রয়েছে রিমোট কন্ট্রোল সম্বলিত নতুন মডেলের ওয়াল ফ্যান। সেই সঙ্গে বাজারে গ্রাহকপ্রিয়তা পেয়েছে ওয়ালটনের সিলিং ফ্যান।  

ওয়ালটন সূত্র মতে, এবছর ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সের বিক্রি অনেক বেড়েছে। প্রযুক্তির সুবিধা সহজলভ্য হওয়ায় হোম অ্যাপ্লায়েন্স এখন আর বিলাসী পণ্য নয়। নিত্য নতুন হোম অ্যাপ্লায়েন্স তাই আধুনিক গৃহিণীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।  

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা বলেন, কোরবানি ঈদকে ঘিরে সব হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বিক্রি বেড়েছে। ঈদের বাড়তি চাহিদা মোকাবিলায় তাদের পূর্ব প্রস্তুতি রয়েছে।  

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. মুক্তাদির বিল্লাহ বলেন, ঈদের বাড়তি চাহিদার সিংহভাগ পূরণে ওয়ালটন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, ধীরে ধীরে ক্রেতারা এসব পণ্যের সুবিধা সম্পর্কে অবহিত হচ্ছেন। যারা জানছেন, তারাই কিনছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।