ঢাকা: রাজস্ব প্রশাসনে গতিশীলতা, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায়’ ৭ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর প্রশাসন) এম ইদ্দিস সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর অঞ্চল-৩ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে কর আপিল অঞ্চল-২ ঢাকার আপিলাত-১ বদলি করা হয়েছে।
কর আপিল অঞ্চল-২ ঢাকার আপিলাত রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাককে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ বদলি করা হয়।
কর অঞ্চল-৮ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. লুৎফুল আজীমকে কর অঞ্চল-১ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ বদলি করা হয়।
কর অঞ্চল-৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-২ অতিরিক্ত কর কমিশনার মো. আসাদুজ্জামানকে কর অঞ্চল-১২ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ বদলি করা হয়।
কর অঞ্চল-১০ ঢাকার পরিদর্শী রেঞ্জ-২ অতিরিক্ত কর কমিশনার মো. আলী আজগরকে কর অঞ্চল-৩ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ বদলি করা হয়।
কর অঞ্চল-১২ ঢাকার পরিদর্শী রেঞ্জ-২ অতিরিক্ত কর কমিশনার মো. সাইফুল হককে কর অঞ্চল-৭ ঢাকার পরিদর্শী রেঞ্জ-১ বদলি করা হয়।
কর অঞ্চল-৬ ঢাকার পরিদর্শী রেঞ্জ-২ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মোস্তফাকে কর অঞ্চল-৭ ঢাকার পরিদর্শী রেঞ্জ-২ বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
আরইউ/বিএস