ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘টেক্সটেক এক্সপো’তে ২৩ দেশের সহস্রাধিক প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
‘টেক্সটেক এক্সপো’তে ২৩ দেশের সহস্রাধিক প্রতিষ্ঠান ছবি- জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: তৈরি পোশাক খাতের বিভিন্ন অত্যাধুনিক উপাদান ও প্রযুক্তি নিয়ে ২৩টি দেশের সহস্রাধিক প্রতিষ্ঠান হাজির হয়েছে ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’তে।  

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-সেমস গ্লোবাল আয়োজিত ১৭তম এ এক্সপো উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক ছাদের নিচে এসেছে প্রতিষ্ঠানগুলো।

পোশাকখাতের অত্যাধুনিক সব মেশিনারিজ, কেমিক্যাল, এক্সেসরিজ, ফেব্রিক্সসহ সব ধরনের প্রযুক্তি ও উপাদানের সম্ভার নিয়ে বুধবার (৩১ আগস্ট) শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।  

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত (১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে)।

ভারতের অ্যাসোসিয়েশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (এএসএসওসিএইচএএম), টেক্সপ্রোসিল এবং ক্যামেকসিলসহ খ্যাতনামা প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।

আইসিসিবি ঘুরে দেখা যায়, বিভিন্ন দেশ থেকে আসা এক হাজার ৫০টি কোম্পানি প্রদর্শনী তাদের পণ্য সাজিয়েছে। আইসিসিবির চারটি হল ছাড়াও আরো নয়টি প্যাভেলিয়ন তৈরি করা হয়েছে। মনোমুগ্ধকর এসব স্টলে সাজানো আন্তর্জাতিক পণ্যগুলো ভোক্তা, দর্শক ও উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম। যেখানে তারা কার্যকরী যোগাযোগের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন।  

আয়োজকরা জানান, প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে একটি সম্পর্কের সেতুবন্ধন গড়ে তুলবে, যা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

অংশগ্রহণকারীরা জানান, বিশ্বায়নের এ যুগে পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে টেক্সটেক বাংলাদেশ এক্সপো, ডাই-ক্যাম বাংলাদেশ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ান অ্যান্ড ফেব্রিকএশা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। সেমস গ্লোবালের সময়োপযোগী এ আয়োজন বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ২৪ বছরেরও বেশি সময় ধরে সেমস গ্লোবাল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনীর আয়োজন করে আসছে।  
 
টেক্সটেকের ১৭তম বার্ষিকী উদযাপনে সেমস গ্লোবাল বাংলাদেশ টেক্সটাইল টুডে ম্যাগাজিনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক শিল্পের টেক্সঅ্যাপ ফোরামের তৃতীয় পর্ব ‘৩য় টেক্সঅ্যাপ বাংলাদেশ ২০১৬’ আয়োজন করেছে।

বুধবার বিকেলে আইসিসিবি সম্মেলন কক্ষে এ ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামের প্রতিপাদ্য- ড্রাইভিং বিজনেস উইথ নলেজ।  

এছাড়া আগামী ১ সেপ্টেম্বর ‘অ্যাট আর্থ বাংলাদেশ’র সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো ‘মাইসকন বাংলাদেশ ২০১৬’ আয়োজন করতে যাচ্ছে সেমস গ্লোবাল। এদিন বিকেল সাড়ে চারটায় আইসিসিবি’র সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হবে। মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনস বা সংক্ষেপে মাইস ট্যুরিজমের গুরুত্ব এবং তাৎপর্য উপস্থাপনের পাশাপাশি ওই ফোরামে পর্যটন শিল্পের নীতি নির্ধারকদের উপস্থিতিতে মাইস ট্যুরিজমের প্রচার ও প্রসারের স্বার্থে করণীয় আলোচনা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।