ঢাকা: বাংলাদেশের ট্যাক্স জিডিপির হার প্রতিবেশী অন্য দেশের চেয়ে সম্মানজনক, লজ্জার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বুধবার (৩১ আগস্ট) আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে ইআরএফ-এনবিআর দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইআরএফ-এনবিআর যৌথভাবে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
ট্যাক্স জিডিপি নিয়ে সম্মানিত হওয়ার বিষয় আছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ট্যাক্স জিডিপির চেয়ে অন্য দেশের ট্যাক্স জিডিপির আকার অনেক ছোট।
ট্যাক্স জিডিপির আকার এক সময় ভালো অবস্থায় ছিল। ২০১৩-১৪ অর্থবছর থেকে আমাদের মোট জিডিপির ভিত্তি বড় করার পর ট্যাক্স জিডিপি ছোট হয়ে গেছে।
জিডিপির আকার বড় করছি, সম্মানের বিষয়। এখানে অপার সম্ভাবনা রয়েছে। লজ্জার কিছু নেই। সবাই মিলে প্রয়াস চালালে ট্যাক্স রেশিও বড় করা যাবে, বলেন তিনি।
মানি লন্ডারিং বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআর এ বিষয়ে খুবই সক্রিয়, আমরা প্রচুর তদন্ত করেছি। বেশ কিছু মামলা দায়ের হয়েছে।
স্বর্ণসহ অন্যান্য চোরাচালান বিষয়ে এনবিআরের বার্তা উল্লেখ করে বলেন, ‘আমাদের এনফোর্সমেন্ট ফাংশন অত্যন্ত জোরদার করা হয়েছে’।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন দেশে রাজস্ব বোর্ডে আরামদায়কভাবে কাজ করতে স্ট্রং সাইকোলজিক্যাল ও কাউন্সিলিং ডিপার্টমেন্ট থাকলেও আমাদের নেই। রাজস্ব বোর্ডের কাজ অত্যন্ত কষ্টকর। এ কাজে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কষ্ট করেন।
এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাট বিষয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভ্যাট বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত হতে চাই বলেও মন্তব্য করেন তিনি।
রাজস্ব বোর্ড পেরেছে ও পারবে উল্লেখ করে তিনি বলেন, ১৬৩ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে এখন ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকায় পৌঁছেছে।
‘মানুষ এখন স্বেচ্ছায় মানুষ রাস্তায় বিলাসবহুল গাড়ি রেখে যাচ্ছে, একটি গণতান্ত্রিক সরকারের সময় মানুষ কি ভালো হয়ে গেল’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআর দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতি গ্রহণ করেছে। কেউ অন্যায় পথে থাকলে ন্যায়ের পথে আসতে হবে। গাড়ি রেখা যাওয়াকে ন্যায়ের পথে আসা হিসেবে দেখছি।
অর্থপাচার রোধে পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সরকার মনে করে এনবিআরকে ক্ষমতা প্রদান করলে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। যুক্তরাষ্ট্রে এপিজির সভায় দুদক, সিআইডি, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬/আপডেটেড: ২২৩৮ ঘণ্টা
আরইউ/জেডএস/এসআর